ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ অনুরোধ জানিয়ে বলেন, ঈদ-উল-ফিতরের নামাজ ঈদগাহে না পড়ে মসজিদে পড়ুন। তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে দেশটা কিন্তু মরণব্যাধী ঝুঁকির মধ্যে আবদ্ধ। সারা বিশ্বের মতো আমাদের দেশটাও কিন্তু সংক্রমণের দিক দিয়ে অতিমাত্রায় সংক্রমিত হয়ে যাচ্ছে। তাই মসজিদে নামাজ পড়ুন।
আজ রবিবার এক ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের নামাজ পড়ার জন্য কোনো খোলা ময়দান বা ঈদগাহে নামাজ না পড়ার জন্য আমরা সমস্ত আলেম-ওলামাদের মতামত নিয়ে দেশবাসীকে আবেদন জানিয়েছি যে, ঈদের নামাজ যার যার নিকটস্থ মসজিদে আদায় করার জন্য। কিছু শর্তসাপেক্ষে মুসল্লিদের আমরা অনুরোধ জানিয়েছি, আশা করি সেভাবে ঈদের জামাত হবে।
প্রতিকূল আবহাওয়ার কারণে কখনোই খোলা মাঠে ঈদের জামাত হয় না উল্লেখ করে তিনি বলেন, কোনো যুক্তিসঙ্গত ওজর থাকলে শরিয়তেই বিধান আছে যে কোনো খোলা ময়দানে না পড়ে নিজ নিজ মসজিদে বা যেকোনো জায়গাতেই পড়া যেতে পারে বলেও জানান তিনি।