দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, করোনায় স্তব্ধ জীবনকে আনন্দে উদ্বেল করুক ঈদ। আজ শনিবার এক বিবৃতিতে এ কামনা করেন তিনি।
মেনন বিবৃতিতে বলেন, পরীক্ষার বিস্তৃতিকরণের ফলে করোনা শনাক্তকরণ ও মৃত্যুর সংখ্যা যখন ঊর্ধ্বমুখী তখন শপিংমলের ভিড় ও নাড়ির টানে বাড়ি ফেরা যেন ঈদের এই আনন্দকে ঈদ পরবর্তীতে বিভীষিকায় পরিণত না করে। এসব বিষয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সমন্বয়হীন সিদ্ধান্ত পরিস্থিতিকে সেদিকেই নিয়ে যাচ্ছে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, জনগণের উপর ছেড়ে দিয়ে নয়, জনগণকে দোষারোপ করেও নয়, বরং করোনা সংক্রমণে বিস্তৃতি রোধে লকডাউন রাখা, শিথিল করা, সব ব্যাপারেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এবং তার কঠোর বাস্তবায়ন করতে হবে। মেনন আশা প্রকাশ করেন ঈদ আনন্দ আলোকে দুঃসময় কেটে যাবে, পৃথিবী ফিরবে শ্বাশত রূপে, মানুষ জীবন জীবিকায়।