মহামারী করোনাভাইরাসের কারণে অচল থাকা দেশের অর্থনীতি আগামী মাস থেকে সচল হবে এবং মানুষের আর্থিক সংকট দূর হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উত্তোরণ ফাউন্ডেশন আয়োজিত হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসে রমজান ও ঈদ উপলক্ষে পঞ্চাশ লাখ পরিবারকে আড়াই হাজার করে টাকা সরাসরি অনলাইনের মাধ্যমে পৌঁছে দেবেন এবং এই কার্যক্রমটা ১৪ মে থেকে শুরু হবে। সেই সাথে তাদেরকে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
এ ছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময় পিছিয়ে পড়া অসহায় হিজড়া জনগোষ্ঠীর বাড়িভাড়ার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্যে বাড়ির মালিকদের আহ্বান জানিয়েছেন তিনি। হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গের নাগরিক হিসেবে রাষ্ট্র মর্যাদা দিয়েছে, এই মহামারি করোনাভাইরাসের প্রভাবে তাদের অনেকেরই দিন কাটছে দুঃখ-দুর্দশায়।