করোনা তাণ্ডব দিন দিন বেড়েই চলেছে। সকল মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন থাকা ননক্যাডার চিকিৎসা কর্মকর্তা, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের তালিকা চেয়ে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কল্যাণ শাখার উপসচিব কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে আগামীকাল বৃহস্পতিবারের (২৩ এপ্রিল) মধ্যে সংশ্লিষ্টদের তালিকা জনপ্রশাসনে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে সারা দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থা হিমশিম অবস্থায় আছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আইসোলেশনে চলে যাচ্ছেন। এ কারণে সামনের দিনে করোনা পরিস্থিতি আরো খারাপ হলে বাড়তি স্বাস্থ্যকর্মী সংকট কাটাতে আগাম স্বাস্থ্যকর্মী বাহিনী প্রস্তুত রাখতে চায় সরকার। এ কারণেই সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে তাদের নিজস্ব স্বাস্থ্যকর্মীদের তালিকা চাওয়া হয়েছে।
মন্ত্রণালয় ও বিভাগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মৌখিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন চিকিৎসা কর্মকর্তা (নন-ক্যাডার), নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের তথ্য নির্ধারিত ছকে সফট ও হার্ড কপি উভয় ফরম্যাটে পাঠাতে হবে।