সৌদি থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৬ বাংলাদেশি

সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৬ বাংলাদেশি। বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সূত্র জানায়, দেশে ফেরা ৩৬৬ জন বাংলাদেশির মধ্যে জেদ্দার ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন বাংলাদেশি কর্মী ও ১৩২ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

সূত্র আরও জানায়, ফ্লাইট থেকে নামার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ে কারও শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে পাঠানো হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এছাড়াও ফ্লাইটের বাকিদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ওমরা যাত্রীসহ ৩৬৬ বাংলাদেশি ফিরেছেন। সৌদি থেকে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের হোম কোয়ারান্টিনে পাঠানো হবে।

Scroll to Top