করোনা: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ টাকার অনুদান বিচারপতির

করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান।

সাইফুর রহমান তিনি বলেন, ‘রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য যান প্রধান বিচারপতি। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা মোকাবিলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সকল বিচারপতিদের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।’

করোনার কারণে সীমিত আয়ের মানুষেরা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন। এতে তারা আর্থিকক্ষতিসহ নানা সংকটের মধ্যে পতিত হয়েছেন। এ জন্য সারা দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে নিম্ন আয়ের দরিদ্র মানুষদের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকার, বিভিন্ন সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে৷ এরই অংশ হিসেবে প্রধামন্ত্রীর ত্রাণ তহবিলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা তাদের বেতনের একটি অংশ প্রদান করেছেন।

Scroll to Top