প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। দেশে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। এ ছাড়া নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত মোট ১১৭ জন শনাক্ত হলো।
সোমবার দুপুরে করোনাভাইরাস নিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে।
তিনি বলেন, করোনা পরীক্ষায় ১ লাখ কিট দেশে চলে এসেছে। আরও কিছু দেশের পথে রয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় প্রচুর পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, ৮ মার্চ থেকে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৮৮। মারা গেছেন ৯ জন। সুস্থ ৩৩ জন। ২৪ ঘণ্টায় ব্যবধানে শনাক্ত হওয়া ব্যক্তি ও মৃতের সংখ্যা বেড়ে গেল।