অসুস্থ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার খবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র এখনো লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিতে যাচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন মেয়রের পরিবারকে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বুধবার (০৪ অক্টোবার) রাতে প্রধানমন্ত্রী তার হোটেলে মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক ও ছেলে নাভিলকে ডেকে নিয়ে মেয়রের খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী নিজে অসুস্থ থাকায় হাসপাতালে যাননি।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন আনিসুল হকের একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান।
মেয়র আনিসুল হক সেরিব্র্যাল ভ্যাসকুলাইটিস বা মস্তিকের রক্তনালীতে প্রদাহজনিত রোগে ভুগছেন। গত দুই মাস ধরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত ১৩ আগস্ট হাসপাতালে চেকআপ করাতে যান। চেকআপ করা শেষে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন (জ্ঞান হারিয়ে ফেলেন)। ডাক্তারি ভাষায় একে ‘মাইল্ড ব্রেইন স্ট্রোক’ বলা হয়। ১৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি এখনো আইসিইউতে আছেন।
গত ২৯ জুলাই শারীরিক চেকআপের জন্য সপরিবারে লন্ডন যান মেয়র।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ