অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি এসকে সিনহা অস্ট্রেলিয়া যাচ্ছেন। আজ বুধবার অস্ট্রেলিয়ার ভিসার জন্য তিনি সশরীরে বাংলাদেশে অবস্থিত সেদেশের দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করেছেন।

দুপুর ১২টার দিকে রাজধানীর কাকরাইলের হেয়ার রোডের বাসভবন থেকে অস্ট্রেলিয়া দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করেন বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, খুব শিগগিরই তাঁর ভিসাপ্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। গত ৩ অক্টোবর থেকে অসুস্থতার কারণে এক মাসের ছুটিতে আছেন এসকে সিনহা। তাঁর ছুটি নিয়ে আদালত প্রাঙ্গণ ও আইনজীবীদের মধ্যে নান গুঞ্জন রয়েছে। সুপ্রিমকোর্ট বার দাব করেছে, চাপ প্রয়োগ করে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি এস কে সিনহার কন্যা অস্ট্রেলিয়ায় বসবাস করেন। চিকিৎসার জন্য তিনি সেখানে অবস্থান করবেন।

বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top