বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে। বুধবার ষষ্ঠ বারের মতো এ সংলাপে স্থান পায় দ্বিপক্ষীয় নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি বিষয়ে অভিন্ন অবস্থান, মানবিক সহায়তা, শান্তি মিশন, প্রওতিরক্ষা বাণিজ্য, সামরিক সহযোগিতা, সন্ত্রাস মোকাবিলা, নৌ সীমান্তা নিরাপত্তা, আঞ্চলিক ইস্যু সহ বিভিন্ন বিষয়।
ওয়াশিংটন ডিসিতে এ সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিবক বিষয়ক ভারপ্রাপ্ত উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মিলার।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (আমেরিকা বিষয়ক) মহাপরিচালক আবিদা ইসলাম। এ কথা জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম