বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালেদা জিয়া ভয়াবহ রকম অসুস্থ। তিনি ঠিকমতো উঠে দাঁড়াতে পারেন না। তার হাত অবস। নিজে মেখে খেতে পারেন না। হুইল চেয়ারে চলতে হচ্ছে। ডায়াবেটিসের মাত্রা আশংকাজনক বলেছেন,বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।
হারুনুর রশীদের নেতৃত্বে তিন জন বিএনপি দলীয় সংসদ সদস্য বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে সাক্ষাত করতে গেলে তিনি বলেন জামিনে মুক্তি পেলে চিকিৎসার জন্য বিদেশে যাবেন।
সংশিষ্ট সূত্রগুলো বলছে, বেগম খালেদা জিয়ার প্যারোলের আবেদন নিয়ে তারা কথা বলেন। তবে বেগম জিয়া জামিনে বিদেশ যেতে সম্মত হয়েছেন।