বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ভোটগ্রহণ চলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাড়িতে।তবে ভোট শুরুর কিছুক্ষণ পরেই সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। ফলে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তীব্র গরমের মধ্যে কাউন্সিলররা ভোট দেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, ৮ টা ৫০ মিনিটে এই ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহন শেষে খুব তারাতারি বিজয়ীর নাম ঘোষনা করা হবে।তিনি আরো বলেন ,গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের কাজটি শুরু করেছি।
গত ১৪ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।তবে একদিন আগে আদালত ছাএদলের সন্মেলনে নিষেধাঙ্গা জারি করেন।ফলে থেমে যায় ছাএদলের সম্নেলন প্রক্রিয়া।