মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিক মোজাফফর আহমদকে আজ নিজ বাড়ি কুমিল্লার দেবিদ্বারে দাফন করা হবে।
ন্যাপের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট এনামুল হক জানান, শনিবার রাতে তার মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। কুমিল্লা টাউন হলে আজ রবিবার সকাল ১০টায় চতুর্থ নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ যোহর পঞ্চম নামাজে জানাজা শেষে নিজ গ্রাম এলাহাবাদে দাফন করা হবে।
জাতীয় সংসদ ভবনের ট্যানেলে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মুক্তিযুদ্ধের সংগঠক মোজাফফর আহমদকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।
পরে নিউমার্কেট দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়।
বাদ আছর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক মোজাফফর আহমদ ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।