ঢাকা রায়েরবাগ ঢাকা – চট্রগ্রাম মহাসড়কে আজ রাত ৯ টায় প্রায় ১০ কিলোমিটার যানজট সৃ্ষ্টি হয।এতে প্রতি ঈদের সময় স্বজনদের সাথে ছুটি কাটাতে গিয়ে এই দুর্ভোগের মাঝে পড়তে হয় সাধারণ মানুষদের। এবারও তার ব্যতিক্রম হয় নি।
ঢাকা থেকে কুমিল্লাগামীর পরিবহনের বাসের চালক মো.হাবিব মিয়্ বলেন ,আমরা ১ ঘন্টা যানজটে আটকা পড়ি।
তবে বিশেষজ্ঞদের মতে, ঘরমুখো মানুষদের ভোগান্তির স্থায়ী সমাধানের জন্য প্রথমেই নজর দেয়া প্রয়োজন রেল এবং নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকে।