রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চক্রের ৪০ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৩১ জুলাই) দিনগত রাতে ডিবির দক্ষিণ বিভাগ, পশ্চিম বিভাগ ও সিরিয়াস ক্রাইম বিভাগের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, ট্যাবলেট মিশ্রিত খেজুর, হালুয়া ও জুস উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি দক্ষিণ বিভাগ ১৯ জন, ডিবি পশ্চিম বিভাগ ৭ জন ও সিরিয়াস ক্রাইম বিভাগ ১৪ জন অজ্ঞান পার্টির সদস্যকে আটক করে।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন মার্কেট-শপিংমল, পশুর হাট, বাসস্ট্যান্ড, সদরঘাট ও রেলস্টেশন এলাকায় আগত ব্যক্তিদের টার্গেট করতো তারা। টার্গেটকৃত ব্যক্তির সঙ্গে সখ্যতা স্থাপন করে চেতনানাশক ট্যাবলেট মিশ্রিত খাবার খাইয়ে সর্বস্ব লুট করে নিতো। এক্ষেত্রে অজ্ঞান পার্টির সদস্যরা খাদ্যদ্রব্য হিসেবে চা, কফি, জুস, ডাবের পানি, পান, ক্রিম জাতীয় বিস্কিট ব্যবহার করে থাকে।