একদিনে ৬৮৩ জন ডেঙ্গু আক্রান্ত

ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। দেশের ১৩টি সরকারি হাসপাতালে ৪৩৮ জন, ৩৭টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। শনিবার এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।

এছাড়া বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২ হাজার ৬৭১ জন রোগী।

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত এ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৭ হাজার ৮৪৯ জন।

বছরের প্রথম ৫ মাস ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও জুন ও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে ওই তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

ইত্তেফাক

Scroll to Top