বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের বন্যা প্লাবিত এলাকায় বিষাক্ত সাপের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে ৪ জনকে বিষাক্ত সাপ দংশন করেছে। এর মধ্যে রাজা বাদশা নামে ১ জনের মৃত্যু হয়েছে। ১ জন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকা জনক।
জানা যায়, দুই সপ্তাহ ধরে বকশীগঞ্জ উপজেলা ৭টি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ পানি বন্দি। তারা বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র, বেড়িবাধ, উচু সড়ক শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্নস্থানে আশ্রয় নিয়েছিল। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। বাড়ি ঘর থেকে পানি সরে যাওয়ার পর বসত বাড়ি গুলোতে বাসা বেধেছে বিষাক্ত সাপ। সাপের ভয়ে মানুষ আতঙ্কিত। ইতিমধ্যে সাপের দংশনে বকশীগঞ্জ উপজেলার মাঝপাড়া গ্রামে রাজা বাদশা নামে ১ জনের মৃত্যু হয়েছে। আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ১ জন।
বকশীগঞ্জ হাসপাতালের ভারপ্রাপ্ত ইউএইচএ ডা. প্রতাপ নন্দী জানান, বন্যা প্লাবিত এলাকার মানয়ের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ৮টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সর্প দংশনের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুযোগ বকশীগঞ্জ হাসপাতালে রয়েছে। তাই প্রাথমিক চিকিৎসার পর চূড়ান্ত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বাধ্য হই।