প্রথমবারের মত সাধারণ বিমা কর্পোরেশনের সঙ্গে ঝুঁকি কমাতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ‘ইন অরবিট’ (কক্ষ পথ) বিমা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বছরের ১১ জুলাই থেকে ২০২০ সালের ১০ জুলাই পর্যন্ত এক বছরের জন্য ফ্রান্সের কোম্পানি থ্যালাস অ্যালেনিয়াকে বাদ দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বিমা কর্পোরেশনের সঙ্গে করা হচ্ছে এ বিমা পলিসিটি। এর ফলে দেশের সম্পদ দেশেই থাকছে বলে মনে করেন বিমা সংশ্লিষ্টরা।
জানা যায়, অনেক চেষ্টার পর বঙ্গবন্ধু স্যাটেলাইটের বিমা ঝুঁকি গ্রহণ করেছে সাধারণ বিমা কর্পোরেশন এবং দেশের সম্পদ দেশে রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে দেশের বিমার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে এবং সাধারণ বিমা কর্পোরেশনের সাথে দেশি বিমা কোম্পানির পাশাপাশি বিদেশি বিমা কোম্পানিগুলো বিমা করতে উৎসাহিত হবে।
এ বিমা অংকের (Sum Insured) পরিমাণ ১৪০ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় ১৩৪ কোটি ২৮৮ লাখ টাকা। বিমার প্রিমিয়াম ধরা হয়েছে ৬ লাখ ৮১ হাজার ৩১৮ দশমিক ১৯ ইউরো, যা বাংলাদেশি টাকায় ৫ কোটি ৬৮ লাখ ২৭ হাজার ৮৬১ দশমিক ৫৫ টাকা। ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে জমা হচ্ছে ৮৮ হাজার ৮৬৭ দশমিক ৫৯ ইউরো যা বাংলাদেশি টাকায় ৮৫ লাখ ২৪ হাজার ১৭৯ দশমিক ২৩ টাকা।
ইতিমধ্যে সাধারণ বিমা সরকারের গৃহীত মেগাপ্রকল্পসমূহ যেমন- মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ দোহাজারী থেকে কক্সবাজার, পদ্মা ব্রিজ রেল লিংক, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, বঙ্গবন্ধু টানেল ও মেট্টো রেল প্রকল্পগুলোর বিমা ঝুঁকি গ্রহণ করে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেছে।