\’পাপের কারণে খালেদা জিয়া অপমানিত হচ্ছেন\’

সরকারি দলের হুইপ সামশুল হক চৌধুরী বলেন, ‘গ্রেনেড হামলা, এতিমের টাকা মেরে খাওয়া, কালো টাকা সাদা করা এবং মানুষের কল্যাণে কাজ না করার পাপের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আল্লাহ অপমানিত করছেন।’ বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের উদ্দেশে তিনি বলেন, ‘পাপের কারণে আল্লাহ আপনাদের বুকের শক্তি কেড়ে নিয়েছেন, আপনাদের আন্দোলনের শক্তি কেড়ে নিয়েছেন, আপনাদের আন্দোলনের শক্তি স্তব্ধ করে দিয়েছেন।’

শনিবার (২৯ জুন) সকালে সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও বিএনপি-জামায়াতের উন্নয়ন চিত্রের তুলনা করে সামশুল হক চৌধুরী বলেন, ‘২০০৫-০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকার যে বাজেট দিয়েছিল, তার আকার ছিল ৬৬ হাজার কোটি টাকা। আর বর্তমান বাজেটে শুধু সামাজিক নিরাপত্তা খাতেই বরাদ্দ রাখা হয়েছে ৭৪ হাজার কোটি টাকা। কাজেই বাজেট তো বাড়বেই। কিন্তু বিরোধী পক্ষের গৎবাঁধা কথা, বাজেট গণমুখী না, গরিব মারার বাজেট।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যতগুলো বাজেট দিয়েছে, সবগুলোই দরিদ্রদের বাঁচার বাজেট। গরিবদের রক্ষা করার বাজেট।’

বিএনপি-জামায়াতের সময়কার প্রবৃদ্ধির হার উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের সময় প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪০ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। নতুন অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ১৩ শতাংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিএনপি-জামায়াত জোটের সময় ছিল ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। বর্তমানে তা ৯ গুণ বৃদ্ধি পেয়ে ৩৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।’

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আপনি কি সুরা ইমরান পড়েননি? ওই সুরায় আল্লাহ তো বলেছেন, যাকে ইচ্ছা ক্ষমতা দেবেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেবেন। আপনারা ২০০৭ সালে গ্রেনেড হামলা করলেন, গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। তাকে ক্ষমতায় বসিয়ে বাংলার জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন। ১৫ আগস্টের কালরাতে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন, তখনও আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকায় দেশে এত উন্নয়ন হচ্ছে।’

তিনি বলেন, ‘আপনার নেত্রীকে আল্লাহ অপমানিত করছেন, আপনাদের বাকশক্তি কেড়ে নিয়েছেন। আল্লাহ শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেবেন। আমাদের দেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ। অনেক উচ্চ স্তরে চলে যাব আমরা। ধন্য রাজার পূণ্য দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ।’

লেটেস্টবিডিনিউজ/কেএস

Scroll to Top