\’বিজিএমইএ ভবন কোন পদ্ধতিতে ভাঙা হবে সিদ্ধান্ত আগামী সপ্তাহে\’

হাতিরঝিলের বিজিএমইএ ভবন কোন পদ্ধতিতে ভাঙা হবে তার সিদ্ধান্ত আগামী সপ্তাহে। এমনটা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। শুক্রবার দুপুরে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বিজিএমইএ ভবন কোন পদ্ধতিতে ভাঙ্গা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রী আরও জানান, রাজধানীতে এক হাজার ১৮টি অবৈধ ভবন চিহ্নিত করা হয়েছে। সেগুলোর বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। অনিয়ম করে রাজধানীতে আর কেউ ভবন নির্মাণ করতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

লেটেস্টবিডিনিউজ/কেএস

Scroll to Top