অসুস্থ অর্থমন্ত্রী, বাজেট বক্তৃতার অসমাপ্ত অংশ পাঠ করছেন প্রধানমন্ত্রী

অসুস্থ অবস্থায় সরাসরি হাসপাতাল থেকে এসে বাজেট বক্তৃতা দিচ্ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। কিন্তু অসুস্থতা নিয়ে তা পাঠ শেষ করতে না পেরে বাকি অংশ পাঠ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন তিনি। এজন্য স্পিকারের অনুমোদন চান। পরে স্পিকারের অনুমতি সাপেক্ষে বাজেট বক্তব্য পাঠ করতে শুরু করেন প্রধানমন্ত্রী।

এর আগে আজ বৃহস্পতিবার তিনটায় ২০১৯/২০ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতে অসুস্থতা নিয়েই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তৃতার শুরুতে স্পিকারের উদ্দেশে বলেন, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। উনার (অর্থমন্ত্রী) চোখে অপারেশনের জন্য পড়তে সমস্যা হচ্ছে। আমার নিজেরও ঠান্ডা লেগে আছে। এ অবস্থায় অনুমতি পেলে বাজেট বক্তৃতার বাকি অংশটুকু আমি পাঠ করতে চাই। বাকিটুকু আমি পড়ে দিতে চাই যদি আপনি অনুমতি দেন।

বক্তৃতার এক অংশে নিজের প্রশংসা আসার পর হেসে ফেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মাননীয় স্পিকার আমি কিন্তু অর্থমন্ত্রীর বক্তব্য দিচ্ছি।

লেটেস্টবিডিনিউজ/কেএস

Scroll to Top