রাজধানীতে ফিরতে নেই কোনো ভোগান্তি

পরিবারের সঙ্গে ঈদ শেষে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। শনিবার (০৮ জুন) ভোর থেকে বিভিন্ন বাস স্ট্যান্ড ও সদরঘাটে যাত্রীদের পদচারণায় আগের রূপে ফিরেছে।

এদিকে আজ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। মহাসড়কের কুমিল্লা অংশের যানজট প্রবন এলাকাগুলোতেও যানবাহনের কোনো চাপ নেই। ঢাকামুখী মানুষ স্বস্তিতে ঢাকা ফিরছেন।

গুরুত্বপূর্ণ মহাসড়কে বহুল প্রতীক্ষিত তিনটি সেতু চালুর পর থেকে ঢাকা থেকে কুমিল্লা অঞ্চলের লোকজন চার থেকে পাঁচ ঘণ্টার পরিবর্তে মানুষ এখন দেড় থেকে দুই ঘণ্টায় বাড়িতে পৌঁছাতে পারছেন।

পরিবারের সঙ্গে ঈদ শেষে স্বস্তিতে ঢাকা ফিরতে পারায় চালক ও যাত্রীরা খুশি।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানিয়েছেন, ঈদ শেষে মানুষ ভোগান্তি ছাড়াই ঢাকাতে ফিরছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো ধরনের যানজট নেই।

লেটেস্টবিডিনিউজ/ এসবিএন

Scroll to Top