ঈদ যাত্রার চতুর্থ দিনে যাত্রীদের চাপ

স্বজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। সোমবার ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায়, রেলস্টেশন ও বাস কাউন্টারে আজ যাত্রীদের চাপ বেশি।

ট্রেন যাত্রার সূচি বিপর্যয় অনেকটা কমলেও আজও উত্তরবঙ্গগামী তিনটি ট্রেন দেরিতে ছেড়ে যাচ্ছে। সকালে কমলাপুর থেকে প্রায় দুই-আড়াই ঘন্টা দেরিতে ছাড়ছে উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস। ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক করতে রেলওয়ের বহরে যোগ হয়েছে তিনটি বিশেষ ট্রেন। ঈদ যাত্রার চতুর্থ দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ কিছুটা বেশি দেখা গেছে।

এদিকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালগুলোতেও আজ বেড়েছে যাত্রীর চাপ। বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও, সময়মতই ছেড়ে যাচ্ছে বাসগুলো।

অন্যদিকে, আবহাওয়া ঠিক থাকলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

লেটেস্টবিডিনিউজ/কেএস