ঈদকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো গোয়েন্দা তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে প্রস্তুত আছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব। এমনটি বলেছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমদ। সকালে কারওয়ান বাজারে র্যাব এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ একথা বলেন তিনি।
বেনজির আহমেদ বলেন, \’যারা জঙ্গিদের জামিনের জন্য লড়ছেন, তারা কিন্তু হামলার শিকার হতে পারেন। টাকা পেয়েই জঙ্গি আসামির জামিনের জন্য লড়া ঠিক নয়৷\’ তিনি আরও বলেন, \’তাছাড়া, বৈশ্বিক ভাবেই জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। আমাদের ইন্টেলিজেন্সদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।\’
বেনজীর আহমদ আরও বলেন, \’এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। এখনও স্বস্তিদায়ক আছে। যে কোন অপতৎপরতা রক্ষায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হবে। কেউ আতঙ্কগ্রস্থ হবেন না।\’ র্যাব মহাপরিচালক জানান, রাজধানীসহ দেশের সব বড় ও গুরুত্বপূর্ণ ঈদগাহ মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাব। একই সাথে রাজধানীতে ফেরা পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করবে র্যাব।
বেনজীর আহমদ জানান, ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোথাও কোন সমস্যা দেখা দেয়নি। দেশের ২৪টি স্থল, রেল, নৌ পথ মনিটরিং সেল করা হয়েছে বলেও জানান তিনি। আইনী সহায়তার ক্ষেত্রে অন্যান্য অপরাধীদের সাথে জঙ্গিদের না মেলানোর জন্য আইনজীবীদের প্রতি অনুরোধ জানান তিনি। হলি আর্টিজান হামলার পর থেকে র্যাব এ পর্যন্ত ৫১২ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
লেটেস্টবিডিনিউজ/এসকেবি