রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনাকে প্রাথমিকভাবে জনমনে ভীতি সঞ্চারের চেষ্টা বলে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আজ সোমবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পুলিশের মনভাবকে ক্ষুন্ন করতে এ ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, \’কোনো স্বার্থান্বেষী মহল নৈরাজ্য সৃষ্টির জন্য এমনটি করেছে, তদন্ত করে বের করতে হবে তারা কারা।\’
তিনি বলেন, \’এক শ্রেণির মানুষ বিদেশে থেকে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে থাকে, দেখতে হবে তারাই এসব করছে কিনা।\’
প্রসঙ্গত, রবিবার রাত পোনে ৯টার দিকে রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময়, নারী পুলিশ সদস্য এস আই রাশেদা খাতুনসহ দুইজন আহত হন।
এর আগে, ২৯শে এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময়, তিন পুলিশ সদস্য আহত হন। হামলার সময় ওই পুলিশ সদস্যরা সড়ক বিভাজকের পাশের যাত্রী ছাউনিতে ছিলেন। এ সময়, হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেলে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এই দুই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।