নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে, গণভবনে জয়িতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের সামলম্বী হতে সাহায্য করছে জয়িতা। নারীশিক্ষা ও তাদের পারিবারিক মর্যাদা নিশ্চিতে জাতির পিতা সব সময় আন্তরিক ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই নারীমুক্তিতে কাজ করছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ ভোগের রাজনীতি করে না, উল্লেখ করে শেখ হাসিনা জানান, সমাজে সমঅধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তার সরকার। নারীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে সরকার তাদের কারিগরী শিক্ষায় উদ্বুদ্ধ করছে বলেও জানান সরকার প্রধান।