ভবন নির্মাণে অনিয়মে রাজউকের কর্মকর্তারা জড়িত বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, ‘রেজিস্টারে তারা হয়তো রাজউকের কোনও অসাধু কর্মচারির সঙ্গে যোগাযোগ করে একটা ব্যাংকে টাকা জমা দেওয়ার রিসিটের নাম্বার লিখিয়েছে। আমাদের রাজউকের তদন্ত কমিটি এটা গভীরভাবে খতিয়ে দেখেছে, এই জাতীয় কোনও টাকা জমা দেওয়া হয়নি। ব্যাংকে এইরকম কোনও অস্তিত্ব নেই। আর রাজউকের কাছে সংরক্ষিত যে নথি, সেই নথিতেও এই জাতীয় কোনও কিছু নেই, মূল প্ল্যানের কপিও নেই।’
তিনি আরও জানান, \’এফ আর টাওয়ারের ১৫ থেকে ১৮ তলা ত্রুটিপূর্ণ ছিল। ভবনটির ১৮ থেকে ২১ তলা পর্যন্ত অবৈধ।\’ অনোনুমোদিত অংশ ভেঙ্গে ফেলতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।
এছাড়া আগামীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য বেশ কিছু সুপারিশ করেছে তদন্ত কমিটি।