ঢাকার ৬৯টি এলাকার পানি বেশি দূষিত

রাজধানী ঢাকার ৬৯টি এলাকার পানি বেশি দূষিত উল্লেখ করে প্রতিবেদন দিয়েছে ওয়াসা। এছাড়া, ওয়াসাকে বাসা বাড়িতে নিরাপদ পানি পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন।

পানি পরীক্ষায় ৭৬ লাখ টাকা খরচের দাবিতে ক্ষোভও প্রকাশ করে আদালত। জানান, ওয়াসার ভাব দেখে মনে হচ্ছে, এই টাকায় যেন তারা পানি বিশুদ্ধ করে খাওয়াবে।

বুধবার ওয়াসার পানির এক হাজার ৬৪টি নমুনা পরীক্ষায় ৭৬ লাখ টাকা লাগবে, এমন প্রতিবেদন দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে, গত সোমবার, শুনানিতে আদালতের নির্দেশের পরও ঢাকা ওয়াসার কোন কোন এলাকার পানি সবচেয়ে বেশি অনিরাপদ তা পরীক্ষা করে প্রতিবেদন না দেয়ায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা ওয়াসার পানি পরীক্ষার খরচ নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল আদালত।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু জানান, ‘২৯২টি বাড়ি থেকে যে অভিযোগ এসেছিল, সেই অভিযোগের আলোকেই ইতোমধ্যেই নমুনা পরিক্ষা করতে নেয়া হয়েছে। আর সেক্ষেত্রে আদালত অভিমত পোষণ করেছে যে, ওয়াসা শুধুমাত্র পানি সরবরাহ না, পুরোপুরি বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্ব ওয়াসার।’

Scroll to Top