মিয়ানমারের সঙ্গে সংঘাতে নয়, রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে ফিরিয়ে দিয়ে সমাধান চায় বাংলাদেশ। আজ বৃহষ্পতিবার সকালে শেরে বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।
রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, \’প্রতিবেশী দেশের সাথে সংঘাতে যাবে না বাংলাদেশ, শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়ার চেষ্টা চলছে।\’
শেখ হাসিনা বলেন, \’সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। কিন্তু কোনও দেশ যদি আক্রমণ করতে আসে তার যথাযথ জবাব দিতে প্রস্তুত থাকতে হবে।\’ এজন্য আরও প্রতিরক্ষা সরঞ্জাম বাড়ানোর নির্দেশ দেন তিনি।
স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশ এখন প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশ উন্নয়নশীল দেশের যে মর্যাদা পেয়েছে তা ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হবে। বাংলাদেশ থেকে দারিদ্র্য সম্পূর্ণভাবে দূর করতে হবে। হত দারিদ্র্য বলে কোনও কিছু থাকবে না। প্রত্যেকটা মানুষের ন্যূনতম চাহিদা যাতে আমরা পূরণ করতে পারি সে বিষয়ে আমাদের কাজ করতে হবে।\’
তিনি আরও বলেন, \’আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। অন্তত ২০২৪ সাল পর্যন্ত ধরে রাখতে হবে। ২০২৪ সাল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যেটা প্রয়োজন, সেটা কিন্তু আমরা ইতোমধ্যে করে ফেলেছি, এতে কোনও সন্দেহ নেই। তবুও আমাদেরকে এ অর্জনটা ধরে রাখতে হবে।’