অবশেষে মারা গেলেন ‘গোয়ালঘরে থাকা’ সেই মা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গোয়াল ঘরে শিয়ালের কামড়ে ক্ষত-বিক্ষত সেই মা মরিয়ম বেগম (৮০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মুক্তাগাছা উপজেলার কাঠবাওলা এলাকায় মেঝো ছেলের বাসায় তিনি মারা যান।

উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার জানিয়েছেন, জেলা প্রশাসকের নির্দেশে সেই মহিলা আমাদের সার্বক্ষণিক তদারকিতে ছিল। গত ২১ আগস্ট তার ছোট ছেলেকে ডেকে এনে বয়স্ক ভাতার টাকা, নগদ টাকা ও ঈদ সামগ্রী দেয়া হয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস আজ ভোরে তিনি না ফেরার দেশে চলে গেছেন। ঈদের আগে এমন দুসংবাদে আমরা শোকাহত।

মরিয়ম বেগমের ৩ ছেলে থাকলেও মায়ের প্রতি খেয়াল না রেখে উপরন্তু মাকে গোয়াল ঘরে আটকে রাখে তার পাষণ্ড সন্তানরা! চলতি বছরের ২৪ মে রাতে একটি শিয়াল কামড়িয়ে ক্ষত-বিক্ষত করে ওই বৃদ্ধ মহিলাকে। খবরটি পত্র-পত্রিকার মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

২৯ মে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার। তিনি তার চিকিৎসার ব্যবস্থা করান। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃদ্ধ মরিয়ম বেগমের ভরণ-পোষণের দায়িত্ব নেন।

ঘটনার দিন রাতে ১৫১ ধারায় পুলিশের করা মামলায় পাষণ্ড বড় সন্তান মোখলেছ আমিনকে (৬০) গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Scroll to Top