ভিক্ষুকদের স্যানেটারি ল্যাট্রিন আত্মসাত ইউপি চেয়ারম্যানের

শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে এবার ভিক্ষুকদের নামে বরাদ্দকৃত স্যানেটারি ল্যাট্রিন আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ভিক্ষুকরা লিখিত অভিযোগ দাখিল করেছে শ্রীবরদীর ইউএনওর বরাবর।

লিখিত অভিযোগে প্রকাশ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম ওই ৯ ভিক্ষুকের নামে বরাদ্দকৃত স্যানেটারি ল্যাট্রিন তাদের মাঝে বিতরণ না করে বিক্রি করে দিয়েছেন। ভিক্ষুক তাপশি রাণী দাস জানায়, শুনেছি উপজেলা থেকে আমাদের নামে স্যানেটারি ল্যাট্রিন বরাদ্দ করা হয়েছে। কিন্তু আমরা আজও আমাদের স্যানেটারি ল্যাট্রিন পায়নি। এমন অভিযোগ সুখজান ও ফুলেশ্বরীসহ অনেকেরই। তারা আরো জানায়, আমরা ভিক্ষুক হওয়ায় সরকারি সকল সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছি।

তবে এমন অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, ইউএনও সাহেব তাদের নামে স্যানেটারি ল্যাট্রিন বরাদ্দ করেছেন। আর তারাতো আমার কাছে আসেনি। এ প্রসঙ্গে ইউএনও খালেদা নাছরিনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখবো।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ০৭  নভেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Scroll to Top