ময়মনসিংহের একটি পতিতালয় থেকে ২০ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পতিতালয়টি শহরের রমেশ সেন রোডে অবস্থিত।
গতকাল শুক্রবার (২৫ আগস্ট ) ১২ থেকে ১৬ বছর বয়সী এই কিশোরীদের উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে জাতীয় মহিলা আইনজীবি সমিতির কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে শেল্টার হোমে পাঠানো হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ‘ময়মনসিংহ শহরের রমেশ সেন রোডস্থ পতিতাপল্লীতে ১২ থেকে ১৬ বছরের বেশ কয়েকজন কিশোরী আছেন’ এমন অভিযোগ করেন জাতীয় মহিলা আইনজীবি সমিতির নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলী।
ওসি আরও জানান, এডভোকেট সালমা আলীর অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালী থানার পুলিশ শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ২০ কিশোরীকে উদ্ধার করে শেল্টার হোমে পাঠায়। দালালচক্র এসব কিশোরীকে ফুঁসলিয়ে ও মোটা অংকের বিনিময়ে অর্থের এদের পতিতাবৃত্তি পেশায় নিয়োজিত করেছে বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময় : ১১৪৪ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ