নেত্রকোনায় হাওরের পর চলছে উঁচু জমির ধান কাটা

নেত্রকোনার পাঁচটি হাওর উপজেলার বোরো ধান কাটা শেষ হওয়ার পর এখন জেলার সাত উপজেলার সমতল এবং উঁচু জমির বোরো ধান কাটা ধুমছে চলছে। গতকাল রবিবার (৮ মে) পর্যন্ত নন হাওর এলাকায় আবাদকৃত ১ লক্ষ ৪০ হাজার ৮২৮ হেক্টর জমির মধ্যে ৬০ হাজার হেক্টর জমির বোরো ফসল কাটা হয়ে গেছে বলে কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে।

গত কদিন যাবত সমতল এবং উঁচু জমির বোরো ধান প্রচণ্ড রোদে দ্রুত পাকছে বলে কৃষকরা জানান। বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের বোরো চাষি কামাল হোসেন বলেন, তাদের জমির কোনো ক্ষতি হয়নি। রোদ ওঠায় ধান দ্রুত পাকছে। সেই সঙ্গে ধান দ্রুত কাটাও হচ্ছে। তিনি আরো বলেন, জমির পাশেই অনেক কৃষক ধান মাড়াই করে বিক্রি করে দিচ্ছেন। সেই ধান ট্রাকযোগে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন চালকলে।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এফ এম মোবারক আলী বলেন, হাওরের বোরো ধান কাটা শেষ হওয়ায় আমরা এখন অনেকটা শান্তিতে রয়েছি। কারণ হাওরে আগাম বন্যা এলেও হাওরের ধানের কোনো ক্ষতি হয়নি। এদিকে এখন সমতল এবং উঁচু জমির বোরো ধান পাকা শুরু হওয়ায় সেই ধানও কাটা হচ্ছে।