সমুদ্র সৈকতে পাথরের টিলার ওপর দু’হাত ছড়িয়ে দাঁড়িয়ে তরুণী। ব্যস্ত ছবি তুলতে। পেছনে উত্তাল সমুদ্র। ঠিক তখনই হঠাৎ করেই বিরাট একটি ঢেউ এসে ধাক্কা দেয় তাকে। নিজেকে নিয়ন্ত্রণে না রাখতে পেরে তীব্র পানির তোড়ে ভেসে যান তিনি। কোনোক্রমে কপালজোরে বেঁচে যাওয়া সেই তরুণীই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার নুসা লেম্বোনগানের ডেভিল’স টিয়ারে। এ ঘটনার পর কড়া পদক্ষেপ নিতে চলেছে ইন্দোনেশিয়া প্রশাসন। ইন্দোনেশিয়ার দ্বীপাঞ্চল বালির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এ ভিডিও পোস্ট করে উপস্থিত পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে স্থানীয় প্রশাসন। ওই সমুদ্র সৈকতের ২০ মিটারের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে পর্যটকদের।
দেশটির গণমাধ্যমের খবরে জানা গেছে, আহত হলেও প্রাণে বেঁচে গেছেন এই তরুণী। আচমকা আসা ঢেউয়ের ধাক্কায় আহত হন সমুদ্র সৈকতে উপস্থিত আরও বেশ কয়েকজন। সমুদ্রের কাছেই থাকা উদ্ধারকর্মীদের তৎপরতায় এ যাত্রায় রক্ষা পান ওই তরুণী।