ডাকাতি করে তা ফেরত দেওয়ার কাজ খুব কম ডাকাতই করে। সম্প্রতি এমনই এক ডাকাতের দেখা মিলেছে চীনের বেইজিং শহরে। ঘটনা জানার পর সামাজিক মাধ্যমে অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন সেই ডাকাতকে।
জানা গেছে, চীনের হেয়ুয়ান শহরে একটি এটিএম বুথ থেকে টাকা তুলছিলেন লি নামের এক নারী। ঠিক ওই সময় এটিএম-এ ঢুকে পড়ে একজন ডাকাত। ওই নারী তখন মাত্রই তার একাউন্ট থেকে ২হাজার ৫০০ ইয়ান তুলেছেন, বাংলাদেশী টাকায় যার পরিমাণ ৩১ হাজার টাকার কিছু বেশি।ছুরি হাতে এটিএমে ঢুকে পড়া ওই ডাকাত তখন লি\’র কাছে সদ্য ওঠানো টাকাটা দাবী করে। লি-ও ভয় পেয়ে টাকাটা ডাকাতকে দিয়ে দেন। আরও টাকার আশায় ডাকাত তখন লি\’কে তার অ্যাকাউন্টকে কত টাকা আছে সেটা জানার জন্য ব্যালান্স চেক করতে বলে।
এটিএম বুথের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্ক্রিনে লি\’র ব্যালেন্স সংক্রান্ত তথ্য দেখে ডাকাতের চেহারাই পাল্টে যায়। কারণ লি\’র অ্যাকাউন্ট ব্যালান্স প্রায় শূন্য ছিল। সেটা দেখে ডাকাতের এতটাই মায়া হয় যে সে ডাকাতিকৃত টাকাগুলো লি\’কে ফেরত দিয়ে হেসে ওখান থেকে বেরিয়ে যায়।