কিডনি যখন তার পায়ে!

বিরল রোগে ভুগছে ইংল্যান্ডের হামিশ রবিনসন নামের ১০ বছরের এক বালক। জিনগত কোনো সমস্যার কারণেই তার এ রোগ দেখা দিয়েছে বলে চিকিৎসকদের অভিমত।

চিকিৎসকরা আরো জানিয়েছেন, হামিশই হয়তো একমাত্র মানুষ- যার দেহে একটি নির্দিষ্ট ক্রোমোজোম নেই। এই বিরল রোগটির নাম তাই চিকিৎসকরা দিয়েছেন ‘হামিশ সিনড্রোম’।

এই রোগে শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ সঠিক স্থানে না থেকে অন্য স্থানে থাকতে পারে। হামিশের ক্ষেত্রে তার শরীরে কিডনির অবস্থান দেখা যাচ্ছে ডান দিকের উরুর ওপরের দিকে। এ ধরনের ঘটনা আজ অবধি চিকিৎসা ক্ষেত্রে কখনও দেখা যায়নি বলেই জানিয়েছেন হামিশের চিকিৎসকরা।

নির্দিষ্ট সময়ের প্রায় ৬ সপ্তাহ আগেই ভূমিষ্ঠ হন হামিশ। হামিশের ওজন ছিল মাত্র ২ পাউন্ড বা ৯০০ গ্রাম। এছাড়া হামিশের কথা বলতেও সমস্যা হয় বলে জানিয়েছেন তার মা।

Scroll to Top