এক ঘুষিতেই চুরমার তিন কোটি টাকার ফ্লাটের দেয়াল!

সঞ্চয়ের টাকা দিয়ে ফ্লাট কিনেছেন এক ব্যক্তি। কিন্তু ফ্লাট কেনার পর দেখতে পারেন ফ্লাটে দেয়াল অস্বাভাবিক রকমের ভঙ্গুর। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মুম্বাইয়ের এক বাসিন্দা প্রায় তিন কোটি টাকা দিয়ে একটি ফ্লাট কিনেন।

কিন্তু ফ্লাট কেনার পর দেখেন ফ্লাটের দেয়াল চুয়ে পানি ঝরছে। তা সারাতে গিয়ে পুরো থ হয়ে যান ফ্লাটের মালিক। দেখতে পান ফ্লাটের দেয়াল কার্ডবোর্ড জাতীয় কিছু দিয়ে তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়নি কোন সিমেন্ট। ফ্লাটের এমন অবস্থা দেখে ওই ব্যক্তি একটি ভিডিও করেন। ভিডিও করে ফেসবুক ও ইউটিউবে পোস্ট করেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিও।

ভিডিওতে দেখা যায়, এক ঘুষিতেই ভেঙ্গে যাচ্ছে ওই ফ্লাটের দেয়াল। এছাড়া দেখা যায়, ফ্লাটটির দেয়াল তৈরিতে কার্ডবোর্ড জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে। ভিতরে দেওয়া হয়েছে গ্লাসউল। সিমেন্টের কোনও চিহ্নই নেই।

লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে

Scroll to Top