শরীরে ঢুকে রয়েছে সাড়ে ৬ ফুট লম্বা রড, তারপর…..

শরীরে বিঁধে রয়েছে প্রায় সাড়ে ৬ ফুট লম্বা একটি রড। কাঁধের ডান দিক দিয়ে রডটি ঢুকে সেটি বেরিয়েছে মলদ্বার দিয়ে।

এই ভাবে কেটেছে দীর্ঘক্ষণ। তাও আশ্চর্যজনক ভাবে বেঁচে গেলেন এক চীনা শ্রমিক। প্রায় সাত ঘণ্টা অস্ত্রোপচার করে ওই শ্রমিককে বাঁচিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনাটি ঘটেছে চিনের চেংডু শহরে।

জানা গেছে, ৩৭ বছরের ওই ব্যক্তি একটি নির্মীয়মাণ বহুতলে কাজ করছিলেন। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। তখনই লম্বালম্বি ভাবে রাখা ওই রড তাঁর শরীরে ঢুকে যায়।

চিকিৎসকেরা জানিয়েছেন, রডটির ব্যাস ছিল প্রায় এক সেন্টিমিটার। মাটিতে পড়ার সময় সেটি তাঁর কাঁধের পাশ দিয়ে বেরিয়ে যায়।

তবে আশ্চর্যের বিষয় হলো ওই ব্যক্তির খুব বেশি রক্তক্ষরণ হয়নি।

সিঞ্চুয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পশ্চিম চিন মেডিক্যাল সেন্টারের কার্ডিওলজিস্ট মা লিনের কথায়, ‘‘লোকটির ভাগ্য খুবই ভাল। তাঁর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির কোনও ক্ষতি হয়নি। তাই তিনি বেঁচে গিয়েছেন। ’’ সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময় : ১১৫৬ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top