আমেরিকার বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানির একবোতল বিশেষ পানির দাম ৬৫ লাখ টাকা। সেই পানি নাকি শিগগিরই ভারতের বাজারে আসতে চলেছে।
রাজকীয় মূল্যের দামের এই পানির ব্র্যান্ডের নাম হচ্ছে ‘Beverly Hills 9OH2O’। বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানির এটি একটি বিশেষ স্তরের বিলাস-পানীয়।
কী আছে এই পানিতে?
জানা গেছে, Beverly Hills 9OH2O-এর ডায়মন্ড সংস্করণের এই পানির বোতলের নকশা করেছেন বিশ্বের শ্রেষ্ঠ মণিকার। এই পানীয়ের বোতলের ছিপিটি সোনার এবং তাতে ৬০০ গ্রাম মতো ওজনের সাদা ও ২৫০টি কালো হিরে খচিত থাকছে।
বোতলগুলো আবার, যে কেস-এ থাকছে, তাতে অতি দামি ক্রিস্টালের উপস্থিতি সকলেরই নজর কাড়বে। এটা হচ্ছে বোতলের কথা।
আর পানি? এই বোতলের ভিতরে যে পানি ভরা থাকছে, তা সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পাহাড়ের ৫,০০০ ফুট উচ্চতা থেকে সংগৃহিত। প্রভূত খাদ্যগুণ এবং খনিজ সমৃদ্ধ এই পানি যে প্রবলভাবে স্বাস্থ্যসম্মত, তা বলাই বাহুল্য।
বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানির প্রেসিডেন্ট জোন গ্লাক জানান, এই পানি রেশমের মতো মোলায়েম এবং অত্যন্ত হালকা।
বাংলাদেশ সময় : ১৩২২ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ