ভাল্লুকের হাতে জীবন্ত কবর হয়েও বেঁচে আছেন!

মধ্যপ্রাচ্যে এক সময় মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কিন্তু আমরা জানতাম শুধু মানুষই এই ঘৃণ্য কাজটি করতো। কিন্তু এবার আবিষ্কার হলো মানুষ নয় স্বয়ং ভাল্লুক জীবন্ত কবর দিয়েছিল নাতানিয়া প্যাস্টারনেক নামক এক মহিলাকে। সাইবেরিয়ার অধিবাসী নাতালিয়া তার পোষা কুকুরটিকে নিয়ে জঙ্গলে হাঁটতে বের হতেন। একদিন ভাল্লুকের খপ্পরে পড়েছিলেন।

গত ২০১৫ সালের মে মাসের এক বিকেলে বার্চ গাছের রস সংগ্রহ করতে একাই বেরিয়ে পড়েন তিনি। হঠাৎ সেদিন নাতালিয়াকে আক্রমণ করে এক ভাল্লুক । থেঁতলে দেয় তার দুটি পা। কিন্তু নাতানিয়া পরাজিত হয় এই ভাল্লুকের কাছে। জ্ঞান হারিয়ে ফেলেন । ভাল্লুকটি বুঝতে পেরেছিল নাতালিয়া এখনো বেঁচে আছে। আর তাই পরে খাবে বলে ভাল্লুকটি মাটিতে গর্ত খুঁড়ে নাতালিয়াকে চাপা দিয়ে দেয়। মারাত্মক আহত নাতালিয়ার জ্ঞান ফিরে আসলেও তিনি বুঝতে পারছিলেন না কী করবেন তিনি!

\"\"

জঙ্গলের মধ্যে চিৎকার করে লাভ হবে না, এটুকু তিনি জানতেন। সেইসঙ্গে চিৎকার-চেঁচামেচিতে যদি ভাল্লুকটিই ফিরে আসে, সেই ভয়েও চুপ করে পড়ে থাকেন । কবরের মাটি কিছুটা সরিয়ে বাতাস ঢোকার রাস্তা বের করে নেন শুধু। এভাবে কেটে যায় এক রাত। পরদিন সেই জঙ্গলে একদল শিকারী শিকার করতে আসে।

তারাই তাকে জীবিত উদ্ধার করে ওই কবর থেকে। অন্যদিকে শিকারীরা ভাল্লুকটিকে বন্দি করে নেয়। আর সেদিন শিকারীদের জন্যই কবর থেকে নাতানিয়া জীবন্ত ফিরে আসতে পেরেছিলেন।

বাংলাদেশ সময় : ১৮০৪ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top