একটি মাথাবিহীন শরীর! (ভিডিও)

একজন মাথাবিহীন মানুষের শরীর দেখলে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য! তবে এখানকার বিষয়টি তেমন না। আপনারা যা দেখছেন তা সম্পূর্ণ মেকাপের কারসাজি।

প্রতিদিন মেকআপ এর নতুন নতুন ধরন আসছে যুগের সাথে তাল মিলিয়ে। কখনো গ্লসি লিপস্টিক, কখনো ম্যাট! কখনো খুব গাঢ় করে আইব্রো আঁকা তো কখনো তরমুজের রঙে আইশ্যাডো দেওয়া। কিন্তু মেকআপ ব্যবহার করে একজন মেকআপ আর্টিস্ট এমন অদ্ভূত আর অবিশ্বাস্য কাজ করে ফেলেছেন, যা আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য।

সার্বিয়ার মেকআপ আর্টিস্ট মিরজানা কিকা মিলসেভিচ সম্প্রতি একটি ভিডিও আপলোড করেন যেটা এতোটাই দারুণ যে এক মুহুর্তের জন্যেও চোখ ফিরিয়ে নেওয়া যায় না! তিনি তার মেকআপ এবং মেকআপ করার দক্ষতাকে কাজে লাগিয়ে চমকপ্রদ অপটিকাল ইল্যুশন বা চোখের ধাঁধামূলক আর্ট তৈরি করেছেন। মিলসেভিচ তার মেকআপ দিয়ে এমন ধরণের অপটিকাল ইল্যুশন তৈরি করেছেন, যা দেখলে মনে হবে যে তার শরীরের সাথে মাথা নেই এবং তার শরীরটি সম্পূর্ণ ফাঁপা!
https://youtu.be/Q60Zn2D4dtw
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ