এত বড় নখ নিয়ে কীভাবে দৈনন্দিন কাজ করেন এই নারী, দেখুন ভিডিওতে

দেখে নকল নখ মনে হলেও এটি কিন্তু মোটেও নকল নয়, একেবারে বাস্তবিক হাতের নখ। দানবিক এই হাতের নখগুলো ২০ থেকে ২৬ ইঞ্চি পর্যন্ত লম্বা। আয়ান্না উইলিয়ামস হলেন এযাবত কালের পৃথিবীর সবচেয়ে লম্বা নখের অধিকারী নারী। ২৬ ইঞ্চি লম্বা নখ নিয়ে তিনি এবার ২০১৮ সালের গিনিস বুক অব ওয়ার্ডের রেকর্ড ভাঙবেন। এতক্ষণে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে, এত বড় নখ তিনি জীবনের আর বাকি কাজগুলো সারছেন কীভাবে?

এ বিষয়ে আয়ান্না উইলিয়ামস বলেন, ‘সাধারণ টুকিটাকি কাজগুলো করতে অন্যদের চেয়ে আমার অনেক বেশি সময় ব্যায় হয়, তবে তা নিয়ে আমি মন খারাপ করিনা কারণ আমি এই নখগুলোকে অনেক ভালোবাসি।’ প্রায় ২০ বছর ধরে এই নখের যত্নআত্তি করে এত বড় করেছেন। এখন টেক্সাসে বসবাসকারী এই নারী তার এই বিশাল আকারের নখের জন্য তিনি ঐ শহরের বিশেষ নখ বিশেষজ্ঞ। নানা রকমের মানুষও আসে তার কাছ থেকে নখ বিষয়ে পরামর্শ নিতে। তার শখ এখন নানান কারুকাজ আর নেল পলিশের আঁচরে নখ সাজানো।

পৃথিবীর সবচেয়ে লম্বা নখের অধিকারী এই নারী কীভাবে হাত দিয়ে নিজের সাধারণ টুকিটাকি কাজগুলো সারছেন দেখুন ভিডিওতে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top