নদীতে নেমে নীল হয়ে যাচ্ছে কুকুরগুলো!

ভারতের শিল্পনগরী মুম্বাইয়ের নবী এলাকার নিকটবর্তী কসদী নদীর পানি দূষিত হয়ে যাওয়ায় সে পানিতে সাঁতার কাটা কুকুরগুলো নীল হয়ে যাচ্ছে।

শিল্প কারখানায় ঠাঁসা এলাকাটির কারখানা বর্জ্য সেই নদীতে পড়ে দূষণের মাত্রা নিরাপদ সীমা অতিক্রম করে ১৬ গুণ বেড়ে গিয়েছে৷
হিন্দুস্থান টাইমস্ এর খবরে জানা যায়, রাস্তার কুকুরগুলি প্রায়ই পানি পান করতে নামে ওই নদীতে৷

আর ওই নদীতে সাঁতার কেটেই কুকুরগুলোর রঙ গেলো বদলে৷ কুকুরগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷

কেবল ভারতীয় গণমাধ্যম নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও ঠাঁই করে নিয়েছে নীল কুকুরের ভিডিও৷

দেখুন সেই ভিডিও…

বাংলাদেশ সময় : ১২২০ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top