যে কারণে হাঁটু গেড়ে বসেই বিয়ের প্রস্তাব দেয় ছেলেরা

নিজস্ব ভঙ্গি বা মৌলিকত্বে বিয়ের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অনেকেই বিশ্বাসী। কিন্তু পাশ্চাত্যে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়ার যে চল রয়েছে, তা খানিকটা কিন্তু আমাদের সংস্কৃতিতেও নিঃশব্দে ঢুকে পড়েছে বর্তমান সময়ে। কিন্তু কেন এমন রীতি চলে আসছে কেউ জানেন?

কারণ?
কয়েকটি তত্ত্ব থেকে একটি কারণে আসা যেতে পারে। মধ্যযুগে সৌজন্যতা প্রকাশের ওপর খুবই জোর দেওয়া হত বলে শোনা যায়। বহু ধর্মীয় অনুষ্ঠানে হাঁটু গেড়ে বসার প্রথা প্রচলিত ছিল। কখনও বশ্যতা, কখনওবা সম্মান প্রদর্শন, এই রীতি ছিল জনপ্রিয়। এমনকি শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে নাইটরা প্রভুর প্রতি এভাবে বসেই শ্রদ্ধা ও সম্মান দেখাত বা অভিজাত অভিজাত নারীর সামনেও এভাবে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা-ভালোবাসা প্রকাশ করত।

যখন আপনার কাছের মানুষটি আপনার সম্মুখে এক হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে প্রপোজ করে, সেখানে শুধু সে আপনার ‘হ্যাঁ’ বলার প্রত্যাশা তো ব্যক্ত করেই, তার পাশাপাশি সে আপনাকে আরও জানায় যে, আপনি যোগ্য সম্মানের অধিকারী। আর বিনয়-শ্রদ্ধা-ভালোবাসায় মোড়া এই রীতি তাই অনেকেই নিজের করে নিয়েছে। আপনিও কি অ্যাপ্লাই করেছেন কখনও?

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top