বিছানা থেকে নামিয়ে ছাড়বে ঘড়ি

রোজই ভাবেন সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে যাবেন কিন্তু টা আর হয়ে ওঠে না। এমনিতেই সকালে সময় মতো ঘুম থেকে উঠতে না পারার কষ্ট অনেকের আছে। তাই অনেকেই সকালে ওঠার জন্য অ্যালার্ম ঘড়ি ব্যবহার করেন।

কিন্তু অ্যালার্ম ঘড়ি সময় মতো ঘুম থেকে জাগাতে পারলেও, অনেকের ক্ষেত্রে দেখা যায় তাকে বিছানা থেকে নামাতে পারে না। তবে ‘ক্লকি’ নামক যে অ্যালার্ম ঘড়ি তৈরি করা হয়েছে, এটি ঘুম ভাঙানোর পাশাপাশি আপনাকে বিছানা থেকে নামিয়ে ছাড়বে।

ম্যাশ অ্যাবলের খবরে বলা হয়েছে, ক্লকিতে অ্যালার্ম বাজার পর আপনি যদি বিছানা থেকে না ওঠেন, তাহলে চাকাযুক্ত এই রোবটিক অ্যালার্ম ঘড়ি আপনার বিছানা অথবা টেবিল থেকে লাফ দিয়ে নিচে মেঝেতে নেমে ঘরজুড়ে ঘুরে বেড়াবে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top