বেশ কিছুদিন থেকেই কিশোরীর পিছু নিয়েছিল যুবক। তারপর একদিন রাস্তায় কিশোরীকে কুপ্রস্তাব দেয় সে। তার প্রস্তাবে রুখে দাঁড়ায় কিশোরী স্পষ্ট জানিয়ে দেয়, উত্যক্ত করলে বাড়ির লোকেদের জানাতে বাধ্য হবে সে। তারপরই প্রচণ্ড রেগে গিয়ে জনবহুল বাজারেই কুপিয়ে কিশোরীর একটি হাত কেটে ফেলে অভিযুক্ত।
তারপরই জনতার হাতে ধরা পড়ে যায় সে । তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সংকটজনক অবস্থায় আহত কিশোরীকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালে।
বুধবারের এই ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায়।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই নবম শ্রেণির ওই ছাত্রীকে উত্যক্ত করত পেশায় ঝালাই কর্মী বিনোদ চৌরাসিয়া নামের অভিযুক্ত যুবক। ঘটনার দিন তার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল ওই কিশোরী। তাকে দেখতে পেয়েই পথ আগলে ধরে কুপ্রস্তাব দেয় বিনোদ। কিশোরী রাজি না হওয়ায় প্রচণ্ড রেগে যায় সে। তারপরই দোকান থেকে একটি তরোয়াল এনে কিশোরীর উপর হামলা চালায় বিনোদ।
জনবহুল বাজারে প্রকাশ্যে কুপিয়ে তার একটি হাত কেটে ফেলে সে। ঘটনায় প্রথমটা হকচকিয়ে গেলেও ছুটে আসেন আশেপাশের মানুষ। উন্মাদপ্রায় বিনোদের হাত থেকে উদ্ধার করা হয় ১৫ বছরের ওই কিশোরীকে। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।
জানা গিয়েছে, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় নির্যাতিতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে লখনউ নিয়ে স্থানান্তরিত করা হয়েছে। ওই জেলার পুলিশ সুপার এস চিনাপ্পা জানিয়েছেন, নির্যাতিতার শারীরিক অবস্থার উন্নতিই এখন সব থেকে গুরুত্বপূর্ণ। নির্যাতিত সেরে উঠলে তার বয়ান নেওয়া হবে। তারপরই অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সূত্রঃ সংবাদ প্রতিদিন
বাংলাদেশ সময় : ১৭৪২ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ