কাকাতুয়ার হামলায় ব্রডব্যান্ড ইন্টারনেটের কোটি টাকার ক্ষতি!

বিপুল ক্ষতির মুখে ব্রডব্যান্ড নেটওয়ার্ক পরিষেবা। এর জন্য দায়ী নিরীহ কাকাতুয়ার দল। এমনই দাবি বিশেষজ্ঞদের৷

বিবিসি জানাচ্ছে, কাকাতুয়ার কামড়ে অস্ট্রেলিয়ার কয়েক কোটি ডলারের ব্রডব্যান্ড নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত।
কেবলে ক্ষতি হওয়ায় অস্ট্রেলিয়ান ব্রডব্যান্ডের গতি ধীর৷সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হচ্ছে, ইন্টারনেট গতির দিক দিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান বিশ্বে ৫০তম।

ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক (এনবিএন) কোম্পানি জানিয়েছে, কাকাতুয়ার কামড়ে ক্ষতিগ্রস্ত কেবল ঠিক করার জন্য তাদের ইতিমধ্যে কয়েক লক্ষ ডলার খরচ করতে হয়েছে। এনবিএন জানিয়েছে, কাকাতুয়ারা যখন ঝাঁক বেধে আসে, তখন তাদের থামানো কঠিন হয়ে যায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, উজ্জল রঙেরে ব্রডব্যান্ড কেবল কাকাতুয়াকে আকৃষ্ট করেছে। তাই তারা তারের উপর ধারালো নখের আঁচড় কাটে৷ আবার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে খুবলে দেয় তার৷ ক্রমাগত আঁচড় কেটে পাখির দল তাদের ঠোঁট ক্রমাগত ধারালো করেছে ৷ তাদের সামনে যাই আসে তাতেই ঝাঁপিয়ে পড়ে সব ছিঁড়ে ফেলে। তবে আচরণগত বৈশিষ্ট্য বলছে, কাকাতুয়া সাধারণত ফল, বাদাম, কাঠ এবং বাকল খেয়ে থাকে।

কাকাতুয়ার হামলায় চিন্তিত অস্ট্রেলিয়ার ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাখিতে খুবলে খাওয়া ফাইবার কেবল পরিবর্তন করার জন্য কয়েক লক্ষ ডলার খরচ করতে হচ্ছে।

এখন পর্যন্ত তাদের ৮০,০০০ অস্ট্রেলিয়ান ডলার খরচ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৫ নভেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে