বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় সময়ই অজানা আকাশযান বা ইউএফও দেখতে পাওয়ার তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। যদিও শক্তিমান দেশগুলো সেসব খবরকে ভিত্তিহীন বলে দাবি করে থাকেন। আবার ফাঁসকৃত গোপন নথিতে দেখা যায়, অজানা মহাকাশযানের বিষয়ে তাদের রয়েছে বিস্তর গবেষণা। এই বিষয়ে তাদের কৌতুহলও কম নয়!
সম্প্রতি পেশাদার এক চিত্রধারকের ক্যামেরায় ধরা পড়েছে অজানা মহাকাশযান বা ইউএফও (Unidentified flying object)… অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে চিত্র ধারণের সময় আকাশের অনেক অপরে লাল নীল বর্ণের বিচ্ছুরণ ঘটিয়ে ভেসে বেড়াচ্ছিল রহস্যময় যানটি।
কৌতুহল থেকেই ক্যামেরার লেন্স দিয়ে ভালো করে তা পর্যবেক্ষণ করেন তিনি। এরপর যতটুকু সম্ভব সেই দৃশ্য ধারণও করেন।
পেশাদার ওই চিত্রগ্রাহকের ভিডিওটি দেখে নিশ্চিত আপনার মনেও কৌতুহলের জন্ম দেবে।
https://youtu.be/O32FhMnfPMY
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ