ফ্যাশন দুনিয়ায় নতুন রূপে নতুন আঙ্গিকে যুক্ত হচ্ছে নতুন নতুন পোশাক। তাছাড়া ফ্যাশন বদলাতে সময় লাগে না। তেমনি একজন জাপানি ফ্যাশন ডিজাইনার এ বদলকে দিয়েছেন অন্য এক মাত্রা।
সম্প্রতি তিনি এমন একটি জিন্স প্যান্টের ডিজাইন করেছেন যাকে আদৌ জিন্স বলা যায় কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
চলতি সপ্তাহে টোকিওতে অ্যামাজন ফ্যাশন উইকে প্যান্টটি প্রদর্শিত হয়। প্যান্টের যেসব জায়গায় কাপড় থাকতে হয় বলে চিরায়ত ধারণা রয়েছে, এ প্যান্টটিতে দেখা যাচ্ছে তার বেশিরভাগ জায়গাতেই নেই কোনো কাপড়।
এখনই প্যান্টটি কিনতে পাওয়া যাচ্ছে না। তবে সামনের বছর এটি বাজারে আসতে পারে। তবে এ প্যান্টের ছবি ইন্টারনেটে আসার পর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ফ্যাশন শোতে যে মডেল প্যান্টটি পরেছিলেন তার পায়েও ছিল পুরনো এক জোড়া জুতা।
এ প্যান্ট থেকে শুধু যে পায়ের অংশই ফেলে দেয়া হয়েছে তা নয়, তলপেট ও পশ্চাৎদেশের অংশেও এতে কোনো কাপড় নেই।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ২১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ