ক্ষুর দিয়ে চোখের মণি শেভ!

চুল-দাড়ি বড় হলেই আমরা সাধারণত সেলুন তথা নরসুন্দরের কাছে যাই চুল কাটাতে, শেভ করতে। আবার অনেকেই চুলে রং করানোর জন্য। কিন্তু চীনে এমন একজন নরসুন্দর রয়েছেন তিনি এসব কিছুই করেন না।

তার নাম জিয়াং গাউ। চীনের চেংদু নগরীতে তার বসবাস। তিনি চোখের ভেতরের মণি শেভ করেন! তাও আবার ধারালো ক্ষুর এবং ব্লেড দিয়ে।

পড়েই গা শিউরে উঠছে? ওঠারই কথা। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি চোখের ভেতর থেকে চোখের মণি বের করে আনেন না। বরং চোখের ভেতরের ময়লা ও ধুলাবালি বের করে আনেন। দীর্ঘ ৪০ বছর ধরে এই পেশায় নিয়োজিত রয়েছেন জিয়াং গাউ। দীর্ঘ এই সময় কেউ কখনো তার এই কাজে আহত হননি। এমনকি সামান্য আঘাতও পাননি। এসব তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় অনলাইন পোর্টাল সাংহাইলিস্ট ডটকম।

\"\"

জানা গেছে, বিংশ শতাব্দীর শুরুর দিকে বিভিন্ন হাসপাতালে চোখের মণি শেভ করার বিষয়টি প্রচলিত ছিল। চোখের ভেতরের আলসার এবং আঘাতজনিত কারণে ক্ষতিকর টিস্যু বের করে আনতে এই পদ্ধতি ব্যবহার করা হতো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘ট্রাকোমা’ বলা হয়।

বাংলাদেশ সময় : ১৭৪৯ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

 

Scroll to Top